বর্তমান সময়ে গার্মেন্টস সেক্টরে ব্যাপক চাহিদা রয়েছে 3D প্যাটার্ন মেকিং বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন মানুষের। দেশের মোট জাতীয় রপ্তানি আয়ের প্রায় তিন-চতুর্থাংশই আসে পোশাক শিল্প থেকে। এক কথায় বলতে গেলে এ শিল্পের মাধ্যমে দেশের উল্লেখযোগ্য উন্নয়নের পাশাপাশি ব্যাপক কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হয়েছে।
একজন শিক্ষিত যুবক স্বল্পকালীন প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে তৈরি করে এ পেশায় যে পরিমাণ আয় করতে পারে তা অন্য কোনো পেশায় সম্ভব নয়। 3D প্যাটার্ন মেকিং প্রশিক্ষণ প্রাপ্ত ন্যূনতম যোগ্যতাসম্পন্ন কোনো ব্যক্তির মাসিক বেতন হতে পারে কমপক্ষে ৬০ হাজার টাকা, যা যোগ্যতা অনুযায়ী এক থেকে দেড় লাখ টাকা পর্যন্ত বাড়তে পারে। আর এসব বিষয়ে প্রশিক্ষণ নিয়ে আপনিও স্বাবলম্বী হতে পারেন।সাধারন শিক্ষার পাশা-পাশি এসব কর্মমুখী বিষয়ে প্র্রশিক্ষণ থাকলে একটা ভালো চাকরি পাওয়া খুব সহজ হয়ে যায়।